আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- ” নব আনন্দে জাগি, এসো সংগীত শিখি” এই শ্লোগান ধারণ করে -সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম একটি নাম “সপ্তক সংগীত একাডেমি”র আয়োজনে -“সুরের কার্নিভাল” অনুষ্ঠান করা হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর-২০২৫খ্রিঃ) সন্ধ্যা রাত ৭ টা হতে রাত ১১ পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার ড.ফারুকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ এলএসডি, গ্রেড-১ সিরাজগঞ্জ এঁর সংরক্ষণ ওচলাচল কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সপ্তক সংগীত একাডেমি সিরাজগঞ্জের প্রধান উপদেষ্টা মামুন-এ- কাইয়ুম এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সপ্তক একাডেমি সিরাজগঞ্জের প্রধান পরিচালক মোঃ হাসান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগীত শিল্পী – আহমেদ শাকিল ও টুম্মা। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন, বিশিষ্ট সংগীত শিল্পী জুবায়ের জিকো, সাদিয়া, দীপা ঘোষ, মামুন-এ-কাইয়ুম, গোপাল বাবু, আসিফ সুমন, বিধান, ইকবাল এবং যন্ত্রশিল্পী ছিলেন- আজাদ রেহমান (গিটার), হাসান আলী (তবলা), আরিফ (কি-বোর্ড), সুজন অক্টোপ্যাড, রুবেল হোসেন ও বিধাব (গীটার) প্রমুখ। এ অনুষ্ঠানে সূরের মূর্চ্ছনায় গানে গানে দর্শকশ্রোতাদের বিমোহিত হন।