অতনু চৌধুরী (রাজু) খুলনা প্রতিনিধি:- সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের’সহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় বলেন— “ধর্ম যার যার- উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদেরই উৎসব নয়, এটি এখন আমাদের সামাজিক মিলনমেলার একটি বড় উৎসব। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা সবাই মিলেমিশে এ উৎসবকে সফল করে তুলবো।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। তাই শিক্ষা, ঐক্য, প্রগতি ও সৃজনশীলতার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এসময় তিনি বাগেরহাট জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের’সহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।