আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-“পার করেছি আঠেরো, পেরিয়ে যাবো পাহাড়ও”-এই স্লোগানকে সামনে রেখে স্বপ্নসারথিদের নিয়ে -স্বপ্নসারথির গ্র্যাজুয়েশন (Graduation Ceremony) অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার (৩০সেপ্টেম্বর-২০২৫খ্রিঃ) সকাল১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলা অফিসে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আয়োজনে স্বপ্নসারথির গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সদর অফিসে সেলপ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ ও চিফ লিগ্যাল এইড অফিসার কাফি আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ রইস উদ্দিন ও সেলপ কর্মসূচির রাজশাহী জোনের জোনাল ম্যানেজার মোঃ আকছেদ আলী, জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান, ডেপুটি ম্যানেজার মোঃ জলিলুর রহমান, অফিসার (সেলপ) মোঃ মাসুদ রানা, লিগ্যাল এইড সহকারি অফিসার জাহিদুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন, সেলপ কর্মসূচি (সিও) নূরে জান্নাত উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি স্বপ্নসারথির গ্রুপ থেকে ১৮ বছর পূর্ন করা ৪৩ জন স্বপ্নসারথিকে ক্রেষ্ট ও সাটিফিকেট বিতরণ করা হয়।