মোঃ গুলজার রহমান, ক্রাইম রিপোর্টার, বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে যুবদল নেতা রাহুল সরকার (৩০) সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নিজের লিজকৃত পুকুরে মাছ ধরার সময় একদল সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত রাহুল সরকার বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পাড়া (সিও অফিস এলাকায়)। তিনি মৃত সোবহান সরকারের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রাহুল পুকুরে মাছ ধরছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি নিকটবর্তী একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে সন্ত্রাসীরা সেখানে ঢুকেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় বাড়ির মালিক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। বাড়িতে থাকা এক বৃদ্ধা নারী চিৎকার দিয়ে প্রতিবেশীদের ডাকলেও, ততক্ষণে সন্ত্রাসীরা রাহুলকে হত্যা করে চলে যায়। ওই নারী জানান, তিনি সন্ত্রাসীদের কাউকে চিনতে পারেননি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।