• বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ  সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের ছাত্রনেতা জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  শাজাহানপুরে জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: প্রধান অতিথি সৌরভ হাসান শিবলু মনিরামপুরে নির্বাচনী হাওয়া: কুলটিয়া ইউনিয়নে ধানের শীষের প্রচারণা তুঙ্গে পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌর যুব বিভাগের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই স্বাধীন বাংলাদেশের জন্ম – শ্রীমঙ্গলে জামায়াত আমির ইসমাইল হোসেন বদলগাছীতে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ১ জন এতিমের আজীবন ভরণপোষণের দায়িত্ব নিলেন। মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি তারেক রহমানের প্রত্যাবর্তনে আশাবাদী জানে আলম খোকা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় রোম প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জন দরদী জহুরুল ইসলাম জুয়েলের মহান বিজয় দিবসের শুভেচ্ছা মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রধান অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান নরসিংদীতে মাদকের ব্যবহার রোধে মোবাইল কোর্টের অভিযান বদলগাছীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা

টাঙ্গাইলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক মানবতার ফেরিওয়ালা সোহেল সরকার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ-জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার টাঙ্গাইল জেলার সভাপতি/চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক ও মানবতার ফেরিওয়ালা জনাব আরিফুজ্জামান সোহেল সরকার। একইসঙ্গে তিনি সংস্থাটির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন।

তার এ নির্বাচনকে শুধু একটি দায়িত্ব নয়, বরং মানবাধিকার ও জনসেবায় দীর্ঘদিনের অবদান ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ খবর টাঙ্গাইল জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও গৌরবের সঞ্চার করেছে।

জনাব আরিফুজ্জামান সোহেল সরকার একজন সুপরিচিত প্রবীণ সাংবাদিক। তিনি একাধিকবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান এবং বাংলাদেশ গ্রামীণ উন্নয়ন বোর্ডের (BRDB) তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আ. মান্নান (ভোলা চেয়ারম্যান)-এর সুযোগ্য পুত্র। পারিবারিক ঐতিহ্য, সততা, দায়িত্বশীলতা ও মানবসেবার চেতনা ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবামূলক কাজে নিজেকে নিবেদিত রেখেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর স্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক অসঙ্গতি দূরীকরণ এবং বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। সমাজসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকা সর্বমহলে প্রশংসিত।

সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি জানিয়েছেন, মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করাই হবে তার অঙ্গীকার।

শুধু সংগঠনের দায়িত্ব নয়, ব্যক্তিগত জীবনেও সোহেল সরকার একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত। এলাকার গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য তিনি নিয়মিতভাবে সহযোগিতা করে থাকেন। শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা ব্যয়ভার বহন কিংবা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড— সর্বত্রই তার অবদান প্রশংসিত হয়েছে।

তার মানবাধিকার সংস্থার সভাপতি নির্বাচিত হওয়ার সংবাদে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সকলের প্রত্যাশা— তিনি তার সততা, কর্মদক্ষতা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে মানবাধিকার সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবেন।

মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবসেবার চেতনাকে লালন করে তিনি ভবিষ্যতেও মানবাধিকার রক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন— এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন সবাই।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com