অতনু চৌধুরী (রাজু) খুলনা প্রতিনিধিঃ- বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনী,মোংলা থানা পুলিশ, কোস্ট গার্ড, ফায়ারসার্ভিস ও আনসার বাহিনীর সমন্বয়ে বিজয়া দশমী শারদীয় দুর্গোৎসব কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) বাংলাদেশ নৌবাহিনী, ফায়ারসার্ভিস ও মোংলা থানা পুলিশের যৌথ উদ্যেগে এ নিরাপত্তা নিশ্চিত করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টহল দল।
মোংলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেবী বিসর্জনকে ঘিরে হাজারো ভক্ত সমবেত হন। যাতে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়, সেই লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি পুলিশ, কোস্ট গার্ড, আনসার, ও ফায়ারসার্ভিস’সহ স্থানীয় প্রশাসন একযোগে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে।
মোংলার গুরুত্বপূর্ণ নদীপথ ও সড়কগুলোতে নৌবাহিনীর কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি মণ্ডপগুলোর প্রবেশ পথে নিরাপত্তা চৌকি বসানো হয় এবং সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হয়।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, নৌবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ভক্তরা নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে পূজা ও বিজয়া দশমীর সকল কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন।
মোংলা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেছে। নৌবাহিনীর টহল কার্যক্রম বিজয়া দশমীর বিসর্জন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত ছিল।
বিজয়া দশমীর দিনে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তরা আবেগঘন পরিবেশে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাক-ঢোলের তালে তালে মায়ের বিদায় দেন।