• বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ  সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের ছাত্রনেতা জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  শাজাহানপুরে জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: প্রধান অতিথি সৌরভ হাসান শিবলু মনিরামপুরে নির্বাচনী হাওয়া: কুলটিয়া ইউনিয়নে ধানের শীষের প্রচারণা তুঙ্গে পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌর যুব বিভাগের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই স্বাধীন বাংলাদেশের জন্ম – শ্রীমঙ্গলে জামায়াত আমির ইসমাইল হোসেন বদলগাছীতে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ১ জন এতিমের আজীবন ভরণপোষণের দায়িত্ব নিলেন। মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি তারেক রহমানের প্রত্যাবর্তনে আশাবাদী জানে আলম খোকা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় রোম প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জন দরদী জহুরুল ইসলাম জুয়েলের মহান বিজয় দিবসের শুভেচ্ছা মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রধান অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান নরসিংদীতে মাদকের ব্যবহার রোধে মোবাইল কোর্টের অভিযান বদলগাছীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা

দেবিদ্বারে ৮ সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ ব্যক্ত।

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- কুমিল্লার দেবিদ্বারে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার এলাহাবাদ গ্রামে সালিসের সংবাদ সংগ্রহের সময় আট সাংবাদিকের ওপর পরিকল্পিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

“এই ন্যাক্কারজনক ঘটনার পর, নিপীড়িত ও নির্যাতিত সাংবাদিকদের অধিকার রক্ষার স্বার্থে দীর্ঘদিন ধরে সংগ্রামী সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা ও ক্ষোভ ব্যক্ত করেছে।”

হামলাকারীরা সাংবাদিকদের ওপর নির্মমভাবে হামলা চালিয়ে তাদের মোবাইল ফোন, ক্যামেরা এবং নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সাংবাদিক সোহরাব হোসেনের মা–বাবা ও ছোট বোনও আহত হয়েছেন।

আহত সাংবাদিকরা হলেন: দৈনিক দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির নেছার উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সোহরাব হোসেন, দৈনিক ডাক প্রতিদিনের মো. আনোয়ার হোসেন, দৈনিক আমার দেশের আবু বক্কর ছিদ্দিক, দৈনিক কালবেলার জহিরুল ইসলাম মারুফ, দৈনিক ভোরের দর্পণের মো. শাহজালাল এবং এটিএন (এমসিএল) নিউজের সাইফুল ইসলাম সজিব। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুই পরিবারের বিরোধের জের ধরে সালিসকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর এই হামলা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।

শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ইং বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলা কেবল গণমাধ্যমের স্বাধীনতার ওপর নয়, জনগণের জানার অধিকার এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও সরাসরি আঘাত। সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর এবং জাতির বিবেক। তাদের ওপর হামলা মানে সত্যকে দমন করা এবং জনসাধারণকে অন্ধকারে ঠেলে দেওয়ার ঘৃণ্য প্রচেষ্টা।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন:“সাংবাদিকরা জাতির বিবেক এবং জনতার কণ্ঠস্বর। তারা দেশের সত্যি, জনগণের সমস্যা, দুঃখ-কষ্ট এবং সমাজের বাস্তবতা জনগণের সামনে তুলে ধরেন। তাদের ওপর হামলা মানে শুধু একজন সাংবাদিককে নয়, গোটা জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া। এটি গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সরাসরি আঘাত। আমরা রাষ্ট্র ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি— যাতে এই ধরনের ন্যাক্কারজনক হামলায় জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। সাংবাদিকরা নিরাপদ থাকলে জাতি সঠিক তথ্য জানার অধিকার নিশ্চিত করতে পারবে এবং সত্যের প্রতি জনগণের আস্থা অটুট থাকবে। আমাদের দাবি, এ ধরনের বর্বরোচিত হামলার পুনরাবৃত্তি প্রতিরোধে রাষ্ট্র ও প্রশাসনের তৎপর পদক্ষেপ অপরিহার্য।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন:
“এই হামলার ঘটনায় আমরা গভীরভাবে ক্ষুব্ধ, মর্মাহত এবং ক্ষোভে ফুঁসছি। সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু এক সাংবাদিকের প্রতি আক্রমণ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা, জনসাধারণের তথ্য গ্রহণের অধিকার এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত। সাংবাদিকরা যখন জনগণের তথ্য সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত হন, তখন তা গোটা জাতির জন্য কলঙ্কজনক।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং প্রশাসনের নৈতিক দায়িত্ব। আমরা রাষ্ট্রের কার্যকর পদক্ষেপের প্রতি পূর্ণ আস্থা রাখি এবং জোর দাবি জানাচ্ছি— হামলার সঙ্গে জড়িত সকল দোষীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীন পরিবেশ এবং পেশাগত দায়িত্ব পালন নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক। আমরা স্পষ্ট করে জানাই— বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব কখনোই সাংবাদিক নির্যাতন ও দমনপীড়নের কাছে মাথা নত করবে না। আমাদের দৃঢ় প্রতিজ্ঞা, সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করা।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) রাষ্ট্র ও প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে যে:
১. হামলার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।
২. দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) রাষ্ট্র ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে, যাতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধ করা যায় এবং সাংবাদিকরা নিরাপদে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।
B.C.P.C– প্রতিষ্ঠা লগ্ন থেকেই নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের পাশে থেকে তাদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ অঙ্গীকার অটুট থাকবে।

– বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com