নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল (৬ই অক্টোবর) সোমবার নবাগত বগুড়া জেলা সিভিল সার্জন ডা. মো. খুরশিদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের রাজশাহী বিভাগীয় পরিচালক (রাজশাহী বিভাগীয় কার্যালয়) ডা. মো. হাবিবুর রহমান।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার সময় নবাগত সিভিল সার্জন ডা. মো. খুরশিদ আলম বলেন, স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মকাণ্ডে তিনি সার্বিক সহযোগিতা করবেন। পাশাপাশি সরকারি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মসূচিতে মানবাধিকার কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন এবং সংগঠনের পক্ষ থেকেও সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় সংগঠনের সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার বলেন, “সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের সরকারি সকল কর্মসূচিতে সার্বিক সহযোগিতা থাকবে,” বলে তিনি আশ্বস্ত করেন।
সেই সময়ে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন —
সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম রায়হান,যুগ্ম সম্পাদক মো. আব্দুল মমিন (মুন্না),সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন ছাবদুল,দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন,সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুল আলিম,সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. আল-আমিন হোসেন,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোছা. নার্গিস খাতুন নাজমা প্রমুখ।