আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-টাইফয়েড রোগ প্রতিরোধে টিকাভিত্তিক সুরক্ষা নিশ্চিত করতে ‘টিসিভি টিকা কার্যক্রম নিয়ে সিরাজগঞ্জে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন যিনি টিসিভি টিকা কার্যক্রমের উদ্দেশ্য, উপকারিতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, টাইফয়েড এখনো আমাদের দেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। শিশুদের মধ্যে এই টিকার মাধ্যমে দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, অংশীজন বক্তারা জানান, টাইফয়েড প্রতিরোধে টিসিভি টিকা অত্যন্ত কার্যকর এবং নিরাপদ। ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশু এই টিকা পাবে।
এসময় বক্তারা অভিভাবকদের সন্তানদের টিকা নিতে উৎসাহিত করার আহ্বান জানান