নিজস্ব প্রতিবেদক:- বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. অনুপম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বেসবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, প্রশিক্ষক আলী ইমাম ও নাইমুল হক, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক মমিনুর রশিদ শাহিন, খালেদ মাহমুদ রুবেল, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বিট মডেল স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমেদ বুলবুল এবং মোশাররফ হোসেন মিশু প্রমুখ।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।
উক্ত ক্যাম্পের মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে বেসবল খেলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।