মোঃ গুলজার রহমান, ক্রাইম রিপোর্টার, বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩২ ঘণ্টা পর হৃদয় নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে তিনজন যুবক নদীতে গোসল করতে নামে। এসময় দুইজনকে স্থানীয়রা জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও হৃদয় নামের এক যুবক নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। রবিবার (১২ অক্টোবর) সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করলে নিখোঁজের ৩২ ঘণ্টা পর হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার ও স্বজনদের কান্নায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।