বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী উপজেলা প্রতিনিধি (নওগাঁ):-নওগাঁ জেলার বদলগাছী উপজেলার প্রেমতলী, আধাইপুরস্থ নব খেতুরী ধাম (গৌরাঙ্গবাড়ী) প্রাঙ্গণে বৈষ্ণব চূড়ামণি শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোধান তিথি উপলক্ষে তিন দিনব্যাপী মহোৎসব শুরু হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে এই মহোৎসব।
আয়োজনটি পরিচালনা করছে শ্রী শ্রীল নরোত্তম দাস বৈষ্ণব সংঘ, নব খেতুরী ধাম।
অনুষ্ঠানমালায় থাকছে — পদকীর্ত্তন, শাস্ত্র পাঠ ও ভোগ মহোৎসব সহ নানা ধর্মীয় অনুষঙ্গ।
এই মহোৎসবের উদ্দেশ্য হলো মহান আচার্য শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবনাদর্শ ও ভক্তিসাধনা স্মরণ করা।
সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে মহোৎসবে অংশগ্রহণের জন্য।