আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল খেলায় সিরাজগঞ্জ জেলা ফুটবল দল ৪-০ গোলে ময়মনসিংহ দলকে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। খেলায় সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড় উজ্জ্বল ম্যান অব দ্যা ম্যাচ হন ।
রবিবার ( ১২ অক্টোবর ২০২৫) বিকেলে পৌর শহরের ঐতিহ্যবাহী শহীদ এ.কে শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা প্রশাসন ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশন সিরাজগঞ্জের সহযোগিতায় জাতীয় চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এঁর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় বলেন, আমরা মাদকমুুক্ত সমাজ গঠন করতে যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ করতে হবে।
মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প কিছু নেই। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এ কারণে উন্নত বিশ্বে খেলাধুলার ওপর অনেক গুরুত্বারোপ করা হয়। তাই মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা মানুষের মধ্যে ইতিবাচকভাবে প্রতিযোগিতামূলক চেতনা তৈরিতে নিয়ামকের ভূমিকা পালন করে। আজকে সারা বাংলাদেশে ১৬ টি জেলা এ খেলা অনুষ্ঠিত হয় ।
তেমনি সিরাজগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশীপ লীগ ২০২৫ এঁর মধ্যে দিয়ে আমরা আগামী প্রজন্মকে জানিয়ে দিতে চাই ফুটবল একটি জাতীয় খেলা এই খেলার মাধ্যমে আমরা মাদককে সকলে বর্জন করতে পারি। তাই, খেলাধুলার গুরুত্ব আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবনে অপরিহার্য। খেলাধুলা শুধুমাত্র স্বাস্থ্যের জন্য উপকারী তা-ই নয়, খেলাধুলার ফলে মানুষের মধ্যে সৃজনশীলতারও বিকাশ ঘটে। অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এঁর নির্বাহী সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশন সিরাজগঞ্জের সভাপতি কামরুল হাসান হিল্টন বলেন, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলার কোনো বিকল্প নেই। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদক থেকে দ‚রে রাখতে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার ভ‚মিকা অপরিসীম।
ক্রীড়া মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা গড়ে তোলার অন্যতম মাধ্যম। প্রতিটি প্রতিযোগিতায় হার জিত থাকবেই তা মেনে নেওয়ার মানসিকতা নিয়েই খেলতে হবে। তাছাড়া মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এঁর নির্বাহী সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশন সিরাজগঞ্জের সভাপতি মোঃ কামরুল হাসান হিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, বাংলাদেশ জাতীয় চ্যাম্পিয়নশীপ লীগ ২০২৫ এঁর আহবায়ক তানভীর মাহমুদ পলাশ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জাতীয় চ্যাম্পিয়নশীপ লীগ ২০২৫ এঁর সদস্য রেজাউল করিম দিলীপ, মোঃ ষ্ট্যালিন,মোঃ রবিউল ইসলাম লেবু, হেদায়েতুল ইসলাম ফ্রুট, জেলা দলের সাবেক অধিনায়ক ফুটবলার মোঃ ইনাম আহমেদ রতন, চ্যাম্পিয়নশীপ লীগ ২০২৫ এঁর সদস্য মোঃ আলআমীন খান,মোরাদুজ্জামান মুরাদ,মেনহাজ আবেদীন মেন্না, নূরে আলম ডাক্কু, আশরাফুল আলম, গোলাম কিবরিয়া বরাত, তৌহিদ আলম, সজিব খান,আলআমীন পরামানিক সোহেল আব্বাস, সাবেক ফুটবলার মোঃ মোকাদ্দেস,মোহাম্মদ আলী তালুকদার,অনু খান, গজেন্দ্র নাথ মন্ডল,মোঙ সুলতান মাহমুদ, মোঃ আতাউল্লাহ রাজু, মোঃ ফখরুল ইসলাম রাকিব, সাব্বির হোসেন প্রতিক, প্রমুখ,।
সিরাজগঞ্জ ভেন্যুর অনুষ্ঠান উপস্থাপনা করেন ও খেলার ধারাবিবরণী করেন প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।