আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি :- নরসিংদীর বেলাব থানার জঙ্গুয়া গ্রামের বাসিন্দা আমির আলী (৫০), পিতা মৃত করম আলী, সাং—জঙ্গুয়া, পোঃ নারায়নপুর, থানা—বেলাব, জেলা—নরসিংদী, পারিবারিক বিরোধের জেরে তাঁর ছেলে আসামি মোঃ আশিক মিয়া (২০) পিতা আমির আলীকে হত্যার উদ্দেশ্যে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
ঘটনাটি ঘটে গত ১৫ অক্টোবর, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাড়িতে। আশিক মিয়া ধারালো বটি দিয়ে আমির আলীর মাথা, হাঁটু ও পেটে উপর্যুপরি আঘাত করে, এতে তাঁর পেটের ভুড়ি বের হয়ে আসে। বর্তমানে আমির আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আমির আলীর বড় বোন সালমা বেগম বাদী হয়ে বেলাব থানায় মামলা নং–১৩, তারিখঃ ১৬/১০/২০২৫ইং, ধারা–৩০৭/৩২৬/৫০৬ দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শিহাব আহম্মেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিনসহ বেলাব থানার একটি চৌকস টিম অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা অভিযান চালান।
পরবর্তীতে ১৬ অক্টোবর, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বেলাব থানাধীন খামারের চর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আশিক মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে হাজির করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।