আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:-বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য যুব সমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ শহর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শহর যুবদলের সভাপতি সজীব খান এবং সঞ্চালনা করেন শহর যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন প্রামাণিক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান। প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন সদর যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আব্বাস, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, শহর যুবদলের যুগ্ম সম্পাদক আসলাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল হালিম, নুর নবী রুকু, শামীমসহ শহর যুবদলের আওতাধীন প্রতিটি ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, আসন্ন যুব সমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সকল নেতাকর্মীর সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।
