আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জে ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও জেলা শিল্পকলা একাডেমি।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
আলোচনা সভায় বক্তারা ফকির লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন, ভাবনা ও সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
পরে সাংস্কৃতিক পর্বে সিরাজগঞ্জ জেলার লালনভক্ত ও স্থানীয় প্রখ্যাত শিল্পীরা মহাত্মা লালন শাহের গাওয়া গান পরিবেশন করেন। গানের সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে।