বুলবুল আহমেদ বুলু, নিজস্ব প্রতিবেদক:-নওগাঁর মহাদেবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় উপজেলার সদর ইউনিয়নের বকাপুর বাজারে সর্বস্তরের মানুষের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণাও চালানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানা বিএনপির সভাপতি আলহাজ রবিউল আলম বুলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. এম. হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই হবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কারের মূল পথনির্দেশনা।