আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (UNFPA) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সিরাজগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় সোমবার, ২০ অক্টোবর ২০২৫, সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন। সভায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সহযোগিতা বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।