বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ- এডভোকেট আব্দুস সালাম পিন্টু গণ পাঠাগারের উদ্যোগে হেমনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে “এডভোকেট আব্দুস সালাম পিন্টু মেধা বৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হবে।
নির্ধারিত দিনে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন এবং একই দিনে ফলাফল প্রকাশের লক্ষ্যে এডভোকেট আব্দুস সালাম পিন্টু গণ পাঠাগারের উপদেষ্টা ও হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি গোলাম রোজ তালুকদারের নেতৃত্বে “মেধা বৃত্তি ২০২৫”-এর জন্য শিক্ষার্থীদের মাঝে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আগামী ১৩ ডিসেম্বরের এই বৃত্তি পরীক্ষার উদ্দেশ্য হলো মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন, স্বীকৃতি প্রদান এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে তাদের মেধা বিকাশে সহায়তা করা।
এই মহৎ উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়েছে। শিক্ষকরা যেন বৃত্তি পরীক্ষার গুরুত্ব অনুধাবন করে শিক্ষার্থীদের প্রস্তুতির উপযুক্ত কৌশল নির্ধারণ এবং স্বচ্ছভাবে ফলাফল ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন। তারা দিকনির্দেশনার মাধ্যমে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই উদ্যোগকে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রচারণামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।
এই মেধা বৃত্তি কার্যক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হলে এই অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে এবং তাদের মেধার সঠিক মূল্যায়ন ও বিকাশ সম্ভব হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের শিক্ষামূলক কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের পথ সুগম হবে বলে সংশ্লিষ্ট সকলে অভিমত ব্যক্ত করেছেন।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই উদ্যোগ একটি নতুন দিগন্ত উন্মোচন করবে নিঃসন্দেহে। সমাজের শিক্ষিত ও সচেতন অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে এটি শিক্ষাবিস্তারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।