আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:- সিরাজগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে বাছাইকৃত ৪০ জন সাঁতারু (বালক ও বালিকা) অংশগ্রহণ করছে।

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার (২১ অক্টোবর) জেলা সমাজসেবা কার্যালয় ও সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারের পুকুরে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান। তিনি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও অংশগ্রহণকারী সাঁতারুদের মাঝে জার্সি বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আবুল হাসেম, যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক মো. শরীফুল ইসলাম, সাবেক জাতীয় দলের ফুটবলার এ.কে.এম ফরিদুজ্জামান স্ট্যালিন, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন ইবনুল সিরাজী প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার সাবেক খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন বিদ্যালয়ের সহকারী ক্রীড়া শিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণ কার্যক্রমে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. হাফিজুল ইসলাম। সহকারী কোচ হিসেবে রয়েছেন মো. জাহাঙ্গীর আলম এবং জাহানারা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আরমান হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহী। তিনি জানান, মোট ৭০ জন আগ্রহী প্রার্থীর মধ্য থেকে ৪০ জন