অতনু চৌধুরী (রাজু), খুলনা প্রতিনিধিঃ- দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা। এরই অংশ হিসেবে বাগেরহাট-২ (মোংলা-রামপাল-ফকিরহাট) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জুলফিকার আলী, ব্যাপক প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
তিনি নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম, হাট ও বাজারে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং উঠান বৈঠকে অংশ নিচ্ছেন। প্রতিদিন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন ইউনিয়নে কর্মীসভা, উঠান বৈঠক ও পথসভা করে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।
জুলফিকার আলী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং বাগেরহাট-২ আসনকে মাদকমুক্ত রাখতে তিনি কাজ করে যেতে চান। পাশাপাশি নারী ভোটারদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, মোংলা বন্দর, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল ও সুন্দরবনকে ঘিরে এই অঞ্চলে বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। জনগণের সমর্থন পেলে তিনি এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।
এ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকলেও প্রচার-প্রচারণায় মোঃ জুলফিকার আলী তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নারী ভোটারদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই আসনে নারী ভোটারের সংখ্যা বেশি। তাই জাতীয় নির্বাচনে নারীদের সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি। তিনি জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখায় নারীদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।