আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর র্যালি সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ শহর যুবদলের আওতাধীন ৭,৮ ও ৯নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে প্রস্তুতি কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে পূর্ণবাসন মসজিদ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে উক্ত কর্মীসভায়
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা বিএনপি যুগ্ন-সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক পৌর গ্রাম বিষয়ক সম্পাদক তাজউদ্দিন, সদস্য বাদলমন্ডল গুটু,পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হানিফ হোসাইন বাবু প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শহর যুবদলের সভাপতি মোঃ সজীব খান এবং সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন প্রমানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস, মোঃ ইমরান শেখ, মোঃ ময়নুল হোসেন ময়নাল, শহর যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, সাংগঠনিক রুবেল আহমেদ প্রমুখ। এসময়ে কর্মী সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
