বিস্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ঐতিহ্যবাহী আটিয়া শাহানশাহী উচ্চ বিদ্যালয়ে “ছায়ানীড়” এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক ভাষা কর্মশালা। একই সঙ্গে উদ্বোধন করা হয় ব্যারিস্টার গোলাম নবী মুক্ত পাঠাগার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ এডভোকেট মো. গোলাম মোস্তফা মিঞা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার-নাগরপুরের গণমানুষের নেতা, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিক ব্যারিস্টার গোলাম নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমীর রহমান খান ইউসুফজাই, রাজনীতিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক সৈয়দ গোলাম নওজব চৌধুরী (পাওয়ার), এবং লেখক ও প্রকৌশলী মো. রুহুল আমীন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন্নাহার বেগমের সভাপতিত্বে কর্মশালার মূল আলোচক ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি কর্মশালায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। মূল আলোচক প্রমিত বাংলা বানান ও উচ্চারণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিদ্যালয়ে প্রধান অতিথির নামে ‘ব্যারিস্টার গোলাম নবী মুক্ত পাঠাগার’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।