বুলবুল আহমেদ বুলু বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ- আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এই শ্লোগানকে সামনে রেখে
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার
আয়োজনে শুক্রবার বেলা ১১টায় বদলগাছী সরকারি পাইলট হাইস্কুল চত্বরে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খ. ম. আ. রাকিব, যিনি নওগাঁ-৪ (৪৯) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী; এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর-এর মাওলানা মোঃ মাহফুজুর রহমান, যিনি ৪৮ নওগাঁ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী।
কর্মশালায় বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাইতুল মাল সেক্রেটারি, বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন বদলগাছী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াসিন আলী।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আল্লাহর আইনভিত্তিক শাসনব্যবস্থা এবং সৎ, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি। আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।