আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর ২০২৫ খ্রি.) সকাল ১১টায় সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিসিক শিল্প পার্ক মালিক সমিতির সভাপতি হাজী মোঃ আব্দুল কাদের সেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক শিল্প পার্ক, সিরাজগঞ্জের সহকারী উপ-মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ একাব্বর আলী আকবরসহ শিল্প মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
সভায় শিল্প মালিক সমিতির সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা এবং সেসব সমস্যা থেকে উত্তরণের বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। আলোচনার পর সমিতির সভাপতি ও বিসিকের সহকারী উপ-মহাব্যবস্থাপক উভয়ে করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন।
সভায় আলোচনার এক পর্যায়ে বিসিকের সহকারী উপ-মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম আশা প্রকাশ করেন যে, শিল্প পার্কের মাটির সমস্যা খুব শিগগিরই সমাধান হবে।
পরিশেষে অনুকূল আবহাওয়ার মধ্যেও সভায় উপস্থিত থাকার জন্য সভাপতি আলহাজ মোঃ আব্দুল কাদের সেখ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান।