আব্দুল্লাহ ফারুক বাগেরহাট প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার প্রবেশদ্বার মিলু মিয়ার মোড় থেকে মোল্লাহাট বাজার পর্যন্ত সংযোগ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও যাতায়াতকারী মানুষজন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে রাস্তাটি পরিণত হচ্ছে ছোট ছোট জলাশয়ে। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বাই সাইকেলে, ভ্যান গাড়ি, মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা,ট্রাক ও পথচারীদের।
স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়কটি মোল্লাহাট উপজেলা সদরে প্রবেশের প্রধান পথ। প্রতিদিন শত শত যানবাহন ও সাধারণ মানুষ এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচল এখন যেন এক প্রকার যন্ত্রণার নামান্তর। বৃষ্টি হলে পানি ও কাদায় মিশে যায় রাস্তার গর্ত ওভাঙ্গা , ফলে প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, “রাস্তাটির এমন অবস্থার কারণে ক্রেতারা বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন। এতে আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে।”
পথচারী মাহাবুব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর এই রাস্তায় কোনো সংস্কার হয় না। প্রশাসনের কেউ যেন এ দিকটিতে নজর দেয় না।”
এলাকাবাসীর দাবি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগে রাস্তাটি সংস্কার করা এখন সময়ের দাবি। না হলে একটু বর্ষা হলেই চলাচল অযোগ্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।