প্রকৌশলী মোঃ-কাওছার আলী,স্টাফ রিপোর্টার:- সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক আবীর হোসেন লিয়ন, প্রচার সম্পাদক রিয়াজ কামাল মামুন, দপ্তর সম্পাদক হিরণ কুমার মণ্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম মন্টু, মহিউদ্দিন আহমেদ লাল্টু ও তাসকিন আহমেদ শাওন প্রমুখ।
সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে জানানো হয়, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিদেশ গমনের কারণে তার পদটি শূন্য হয়েছে। এ প্রেক্ষিতে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক — এই তিনটি পদে নতুনভাবে দায়িত্বপ্রাপ্তদের মনোনয়ন দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক পদে, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আমিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক পদে এবং মোঃ মুজাহিদ বিন ফিরোজকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।
সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।