নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব আরও সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে নাটোর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে (৫ নভেম্বর) নাটোর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের নবম ব্যাচের বিশেষ সেশন পরিচালনা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রশিক্ষণ চলাকালে পুলিশ সুপার বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনী দায়িত্ব পালনে প্রতিটি পুলিশ সদস্যকে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, যাতে জনগণের আস্থা বজায় থাকে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হয়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, পুলিশ লাইন্স নাটোরের আরআই মোঃ আলাউদ্দিন ফকিরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।
পুলিশ সুপার আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালনে আরও প্রস্তুত, দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।