আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জে শিল্প খাতের প্রতিযোগিতা ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (Entrepreneurship Development Program)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে সিরাজগঞ্জে। মাসব্যাপী এই প্রশিক্ষণ ৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের ডাব্লিউএফ ফুড ও চায়নিজ হোটেলে এই কর্মসূচি উদ্বোধন হয়। প্রশিক্ষণ আয়োজন করছে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। এবং প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন জুনিয়র ডাইরেক্টর আইয়ুব আলী। এই কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (SMESPD) এর অধীনে পরিচালিত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)” এর অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, এবং নতুন উদ্যোগ নিতে আগ্রহী তরুণরা অংশ নিচ্ছেন। এতে উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, এবং উদ্ভাবনমূলক ব্যবসায়িক ধারণা বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা হবে। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিল্প ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।