আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: – সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত সিনিয়র রোভার মেটদের বিদায় ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে শনিবার (৮ নভেম্বর ২০২৫ খ্রিঃ) সকাল ৯টায় শিক্ষক পরিষদের মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও গ্রুপ স্কাউট লিডার প্রফেসর মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী। সঞ্চালনা করেন গ্রুপ সম্পাদক মোঃ আবুল কাশেম আজাদ (সিএএলটি)।
এ সময় অত্র রোভার স্কাউট গ্রুপের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।