আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার: জাতীয় কবিতা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া কবি সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক সৌহার্দ সিরাজ। তিনি সভার শুরুতেই সম্মেলনের সূচি, আয়োজন এবং অংশগ্রহণকারীদের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন কবি দিলরুবা রুবি, শহিদুল ইসলাম, শেখ আবু সালেক, আজহারুল ইসলাম সাদী, শিরিন সাদী, মো. মুনসুর রহমান, মনিরুজ্জামান মুন্না, সোহরাব সবুজ প্রমুখ। সভায় কবিদের মধ্যে ভাবগম্ভীর আলোচনা ও অনুষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব বিনিময় করা হয়।
সাহিত্যের আবহে ঋতুর সুর তুলে আগামী সম্মেলনে কবিরা তাদের রচনা পাঠের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করবেন বলে আশা করা হচ্ছে। প্রস্তুতিমূলক সভার মাধ্যমে সম্মেলনের সমন্বয় ও আয়োজনকে চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে।