নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর মনিচত্বর এলাকায় ৩০ মিনিটের নোটিশে ফুটপাতের দোকান উচ্ছেদ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
রবিবার ( ৯ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায় এবং নগরীর সৌন্দর্য নষ্ট করায় দীর্ঘদিন ধরেই ফুটপাতের ওপর দোকান বসিয়ে ব্যবসা চালাচ্ছিলেন স্থানীয় বিক্রেতারা। একাধিকবার সতর্ক করার পরও তারা জায়গা না ছাড়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কয়েকজন দোকানি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করেই দোকান তুলে দেওয়া হয়েছে। এতে আমাদের বড় ক্ষতি হলো।”
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, “ফুটপাত জনসাধারণের চলাচলের জায়গা। বারবার সতর্ক করার পরও যারা নিয়ম মানেননি, তাদের দোকান সরিয়ে দেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চলবে।”
অভিযান শেষে মনিচত্বর এলাকার ফুটপাত এখন সম্পূর্ণ খালি। পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।
রাসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর অন্যান্য এলাকাতেও এমন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।