আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:-নরসিংদীর শিবপুর উপজেলায় ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মনিরুজ্জামান নইম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান প্রমুখ।
আলোচনা ও পরিচিতি সভা শেষে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ মুক্তিযোদ্ধাদের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পরে ইউনিয়নের নবগঠিত আহ্বায়ক কমিটির কাগজপত্র নবনির্বাচিত মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের নিকট হস্তান্তর করা হয়।