নিজস্ব প্রতিবেদক :- টাঙ্গাইলের মধুপুর পৌরসভার দৈনিক বাজারে অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও র্যাব–১৪-এর যৌথ অভিযানে প্রায় ২০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
গত (১৩ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে (১৪ নভেম্বর) শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলা এ অভিযানে মেসার্স মানিক স্টোরের মোট ৬টি গুদামঘর ঘিরে তল্লাশি চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব–১৪ সিপিসি–৩-এর ক্যাম্প কমান্ডার মেজর কাউসার বাঁধন এবং পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল-এর সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল।
তল্লাশি শেষে আনুমানিক ১৯ হাজার ৪৬৫ কেজি (প্রায় ২০ টন) নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এ ঘটনায় দোকান মালিক মানিক চন্দ্র শীল (৫০)-এর বিরুদ্ধে মধুপুর থানায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযান চলাকালে র্যাব–১৪ সিপিসি–৩-এর একটি চৌকস টিম এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা শাখার সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল বলেন, পরিবেশ সুরক্ষায় জেলা জুড়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।