বুলবুল আহমেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে সূচনা হলো নতুন সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘বদলগাছী সুন্নি ঐক্য ও মানবকল্যাণ পরিষদ-এর। গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় চক জয়দেব (বীনা পানি মাঠ সংলগ্ন) জামে মসজিদে এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কমিটি গঠন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ. এম. সাজ্জাদ হোসাইন কাদেরী বলেন, “আমাদের মূল লক্ষ্য সুন্নিয়ত কায়েম করা, মানবসেবা করা এবং গরীব, দুঃখী, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, “মানবতার সেবা করা আমাদের ঈমানের অংশ। সমাজে পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমাদের প্রধান কাজ।
সংগঠন কর্তৃপক্ষ জানায়, খুব শিগগিরই বদলগাছী অঞ্চলে নানান মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। এসবের মধ্যে থাকবে খাদ্য বিতরণ, অসহায় পরিবারের আর্থিক সহায়তা বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ইসলামি শিক্ষা প্রচার সুন্নি আদর্শের বিস্তার এবং অন্যান্য জনকল্যাণমূলক উদ্যোগ।
স্থানীয়দের মতে, এ সংগঠনের কার্যক্রম বদলগাছী এলাকায় মানবসেবার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।