আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতি’র নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ’র শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় অতিথি এবং নবনির্বাচিত জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির সিরাজগঞ্জের আয়োজনে, শনিবার (১৫ নভেম্বর-২০২৫) বিকেল ৪ টায় দিকে, সিরাজগঞ্জ পৌরসভার সভা কক্ষে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান এবং বক্তব্যে রাখেন, ব্যবসায়ীবান্ধব নেতা সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সুযোগ্যে প্রেসিডেন্ট বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনতার মেয়র মোঃ সাইদুর রহমান বাচ্চু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা পরিবেশক সমিতির সভাপতি অরুণ কুমার সাহা বাবলু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস.এম. শাহ আলম। নবনির্বাচিত সিরাজগঞ্জ জেলা পরিবেশক সমিতির সভাপতি অরুণ কুমার সাহা, সদর উপজেলা পরিবেশক সমিতির নবনির্বাচিত সভাপতি সমেরেন্দ্র নাথ দাস সহ নবনির্বাচিত জেলা পরিবেশক সমিতির এবং সদর উপজেলা পরিবেশক সমিতির নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা, সদস্যরা উপস্থিত ছিলেন।