মোঃ বেল্লাল হোসেন বাবু নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম গ্রামের প্রখ্যাত প্রবীণ জৈষ্ঠ্য নাগরিক ও সমাজসেবক মোঃ ইয়াকুব কাজী (৭২) আর নেই।
রবিবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরিবার ও আত্মীয়স্বজন দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম ইয়াকুব কাজী দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। বর্তমানে তার লাশ নিজ বাড়িতেই রাখা হয়েছে।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
স্থানীয়রা জানান, ইয়াকুব কাজী ছিলেন এলাকার জনকল্যাণে নিবেদিতপ্রাণ, সাদা মনের একজন মানুষ। তিনি সুকাশ ইউনিয়নের ০১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে পরিবার, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।