মোঃ বেল্লাল হোসেন বাবু নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে শনিবার (১৫ নভেম্বর) বেলা ১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এ.আর.টি. (এ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি) সেন্টার। এই সেন্টারে এখন থেকে এইচআইভি পজিটিভ রোগীরা বিনামূল্যে পরীক্ষা, পরামর্শ ও নিয়মিত চিকিৎসা সেবা পাবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এবং এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসার আওতায় আনতে এই সেন্টার বিশেষ ভূমিকা রাখবে। রাজশাহী বিভাগে উন্নতমানের এআরটি সেবা চালুর ফলে রোগীরা আর দূরবর্তী অঞ্চলে ছুটে যেতে হবে না।
সেন্টারের ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. ইবরাহীম মোঃ শরফ। তিনি বলেন,
“এই সেন্টার চালুর মাধ্যমে এইচআইভি আক্রান্ত রোগীরা নিয়মিত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে সক্ষম হবেন। তাদের চিকিৎসা, ওষুধ এবং পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা এবং রোগীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ রাজশাহী অঞ্চলে এইচআইভি চিকিৎসা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।