আবু নাঈম রিপন নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশে জনস্বাস্থ্য উন্নয়নের অন্যতম বড় অন্তরায় হলো দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা। তাই রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম এই প্রতিবেদককে জানান, নিয়মিত পরিদর্শনকালে তিনি দেখতে পান— শাকিল (১৪), চনপাড়া এবং ইউসুফ (১২), মাঝিনা নদীরপাড়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ—দু’জনই অপ্রাপ্তবয়স্ক হয়ে দোকানে বসে সিগারেট বিক্রি করছে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, তামাক নিয়ন্ত্রণ আইন এবং শাস্তি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।
আইন কী বলে?
“ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫” এবং সংশোধিত আইন ২০১৩–এর ৬(ক) ধারা অনুযায়ী:
অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম) ব্যক্তির নিকট তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ।
অপ্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি তামাকজাত দ্রব্য কিনতে বা বিক্রি করতে পারবে না।
এই আইন লঙ্ঘন করলে ৫,০০০ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।
স্যানিটারি ইন্সপেক্টর জানান, আইন সম্পর্কে বিস্তারিতভাবে শাকিল ও ইউসুফকে বোঝানো হয়েছে। তারা ভবিষ্যতে দোকানে বসে সিগারেট বিক্রি না করার অঙ্গীকার করে।
পরিশেষে, উভয় দোকানিকে সতর্ক নোটিশ প্রদান করা হয় এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।