আবুনাঈম রিপন, নিজস্ব প্রতিবেদক:- নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন সিআরবি শাখার উদ্যোগে রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় সিএনবি মাছ বাজারে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিআরবি চক্রধা ইউনিয়ন শাখার আহ্বায়ক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর ও সিআরবি নরসিংদী জেলার সভাপতি আঃ হান্নান মানিক।
এছাড়া উপস্থিত ছিলেন সিআরবি নরসিংদী জেলার সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বণিক, সিআরবি মনোহরদী উপজেলার সাধারণ সম্পাদক আবদুল্লাহ, শিবপুর উপজেলা শাখার আহ্বায়ক শাখাওয়াত হোসেন খুকু মেম্বার, চক্রধা ইউনিয়ন সিআরবি শাখার সদস্য সচিব শরীফ মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সদস্য সচিব আহছান উল্লাহ, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নাসির উদ্দিন, মোঃ সোলেমান মোল্লা, মোঃ জহির ও রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম ও সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাসহ মতবিনিময় করা হয়।
