মোঃ বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা ১৪৩২ সালের নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। উদ্বোধনের পর ক্যাম্পাসজুড়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
দিনব্যাপী নানা অনুষ্ঠানে মুখর থাকে পুরো ক্যাম্পাস। আয়োজনের মধ্যে ছিল পিঠা উৎসব, খেলাধুলা এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত দেড় শতাধিক পিঠার প্রদর্শনীতে দুধপুলি, নকশি পিঠা, চন্দ্রপুলি, পাটিসাপ্টা এবং ডিম সুন্দরী বিশেষভাবে সবার দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকদের মতে, কৃষি, ফসল এবং বাংলার লোকজ ঐতিহ্যকে ধারণ ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই প্রতিবছর নবান্ন উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।