আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জ শহরের সুনামখ্যাত ও ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুলের আয়োজনে “আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।
ধারাবিবরণী উপস্থাপন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ রাশিদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম, সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, জিয়াসমিন সুলতানা, পারভীন খাতুন, অচিন্ত কুমার মণ্ডল, সহকারী শিক্ষক নাজমা খাতুন, সাইফুল ইসলাম বিএসসি, রকিবুল ইসলাম, শামীম হোসেন, নাহিদ লায়লা, মির্জা গোলাম মোস্তফা, শিউলি খাতুন, সানজিদা খাতুন, তাহমিনা খাতুন, পূর্ণিমা সরকার, ইলোরা জাহান, কাওছার খান, সালেহ আহমদ সৌরভ, রজব আলী, শফিকুল ইসলাম শাওন, শাহাদাত হোসেনসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
উল্লেখ্য, মোট ৮টি দলের অংশগ্রহণে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় দশম (ভোকেশনাল) একাদশ বনাম অষ্টম শ্রেণী একাদশ। এর মধ্যে দশম (ভোকেশনাল) একাদশ চ্যাম্পিয়ন এবং অষ্টম শ্রেণী একাদশ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
