আজহারুল ইসলাম সাদী সিনিয়র স্টাফ রিপোর্টার:- সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ইটাগাছা ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) হেমায়েত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে কুখরালি মাঝের পাড়ার মোঃ আব্দুল আলিম (৩৬), পিতা মোহাম্মদ আলী, ইটাগাছার মোঃ আরব বিল্লাহ ওরফে শিমুল (৪০), পিতা মৃত আকবর আলী, কামালনগরের মোঃ শাহীন গাজী (৩৮), পিতা সামাদ গাজী এবং ইটাগাছার মোঃ সাজ্জাদ হোসেন ওরফে বাবু (৫৫), পিতা মৃত রজব আলী সরদারকে আটক করা হয়।
তাদের হেফাজত থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে আব্দুল আলিমের কাছ থেকে ২০ পিস, আরব বিল্লাহ ওরফে শিমুলের কাছ থেকে ২০ পিস এবং শাহীন গাজীর কাছ থেকে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখা জানায়, জব্দ তালিকা অনুযায়ী আলামত জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।