আবুনাঈম রিপন নিজস্ব প্রতিবেদক:- নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের একটি বেকারিতে বিধি ও খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সোমবার (১৮ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিয়ম-কানুন অমান্যের প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য সংরক্ষণ আইন, ২০১৩ অনুযায়ী একটি মামলায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং মডেল থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে—এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
