আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সম্বনিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের ২৯জন সুফলভোগীদের মাঝে পাঠাঁ ছাগল বিতরণ করা হয়। কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কাজিপুর উদ্যোগে-
মঙ্গলবার (১৮নভেম্বর-২০২৫ খ্রিঃ) দুপুর ২টায় কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উক্ত বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। এ বিতরণ কার্যক্রমের সার্বিক দায়িত্বে ও স্বাগত বক্তব্যে রাখেন, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কাজিপুর উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান প্রমুখ। এসময়ে সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
জানা যায় যে, ছাগল উন্নয়ন খামার, চুয়াডাঙ্গা সরকারি খামার হতে ৫৮ টি ব্লাক বেংগল জাতের পাঠাঁ সরবরাহ করে প্রকল্প দপ্তর। প্রকল্পের এ উদ্যোগটি দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের সংরক্ষণ ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মসূচি একদিকে যেমন চরাঞ্চলের ভালো মানের পাঠাঁর ঘাটতি পূরণ করবে, তেমনি স্থানীয় মানুষের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টিতেও সহায়ক হবে। এর মাধ্যমে উৎপাদনক্ষম, রোগসহনশীল ও উচ্চমানের ব্ল্যাক বেঙ্গল জাত সংরক্ষণ করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।