মোঃ বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক:- নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ওয়াই মোড়স্থ উত্তরা ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় পরিচালিত এ অভিযানে মোঃ বেলাল হোসেন (২৫) — পিতা: মোঃ আব্দুল হাকিম, মাতা: মোছাঃ বিলকিস বেগম, সাং: সরিষাবাদ, ইউনিয়ন: ১ নং বুড়ইল, থানা: নন্দীগ্রাম, জেলা: বগুড়া — তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
অভিযান চলাকালে মোঃ রনি আহম্মেদ ওরফে রনি (৩৬) — পিতা: মোঃ আফজাল হোসেন, মাতা: মোছাঃ রহিমা বেগম, সাং: কানাইখালি (সিটি টাওয়ারের পার্শ্বে), থানা: নাটোর সদর, জেলা: নাটোর — কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত বেলালের হেফাজত থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি PROTON ECO মডেলের বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
