মোঃ বেল্লাল হোসেন বাবু নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোর-২ (নাটোর সদর–নলডাঙ্গা) আসনে প্রচারণা আরও জোরদার হয়েছে। নির্বাচনী মাঠে জনসংযোগের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী শনিবার (২২ নভেম্বর) সকালে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন।
সকালে শুরু হওয়া এ শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি নাটোর সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা উপজেলার একাধিক গ্রাম অতিক্রম করে। পথে পথে সমর্থকরা স্লোগান, ব্যানার ও পতাকা নিয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ইউনুস আলী বলেন,“জনগণের কল্যাণ, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, জনগণের ভোটই পরিবর্তনের পথ দেখাবে।”
শোভাযাত্রায় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী–সমর্থকসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। স্থানীয়দের মতে, এ উদ্যোগ নির্বাচনী এলাকায় নতুন প্রাণ ফিরিয়ে এনেছে।