আবুনাঈম রিপন, নিজস্ব প্রতিবেদক:- নরসিংদীর মাধবদী পৌরসভার উদ্যোগে ২২ নভেম্বর (রবিবার) এসএসসি/সমমান পরীক্ষা ২০২৫–এ মাধবদী পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে জিপিএ–৫.০০ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (সদর, নরসিংদী) ও প্রশাসক, মাধবদী পৌরসভা আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনোয়ার হোসেন, স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নরসিংদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ, মাধবদী থানা, এবং আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নরসিংদী সদর।
এছাড়াও সম্মানিত অভিভাবকমণ্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।