আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক (ডিএইচআরডিএন) পুনর্গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায়, সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে GFA Consulting Group দ্বারা পরিচালিত Empower-Her প্রকল্পের অধীনে,
সোমবার (২৪ নভেম্বর ২০২৫ খ্রিঃ) এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচির মাসুমপুর শাখা অফিসের সভাকক্ষে এ আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ কাফি আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। সভার সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্কের কনভেনার ও এনডিপি’র নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান।
সভা পরিচালনা করেন এনডিপির এমঅ্যান্ডই বিভাগের উপপরিচালক ও উক্ত প্রকল্পের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। সভায় আলোচনার বিষয় ছিল ১ জুলাই ২০২৫ থেকে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ।
এ ছাড়া আলোচনায় অংশ নেন ডিএইচআরএনএস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ টিপু সুলতান ও এমপাওয়ার-হার প্রকল্পের সমন্বয়কারী নাজনীন শবনম। তারা ডিএইচআরডিএন-এর পুনর্গঠন, কার্যক্রম, এমএসএফ-এমপাওয়ারহার প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম, পুনর্গঠনের প্রয়োজনীয়তা ও পদ্ধতি এবং জেন্ডার ইকুয়ালিটি ফোরামের নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।