আব্দুল্লাহ ফারুক বাগেরহাট জেলা প্রতিনিধি :- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৭ নং গিরিশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এলজিইডির ২০২৪–২৫ অর্থবছরের আওতায় নির্মিত এই ভবনের প্রকৃত ব্যয় ছিল ৬৩ লাখ ৭ হাজার ৪৭০ টাকা এবং চুক্তিমূল্য নির্ধারিত হয় ৪৯ লাখ ২১ হাজার ২৯২.৭০২ টাকা। সময়মতো নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব শ্যামানন্দ কুণ্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব সুব্রত কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান, এলজিইডির প্রকৌশলী ফেরদাউস আলম, এটিও দীপঙ্কর বালা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাপসী বিশ্বাস, ৭ নং গিরিশনগর ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁনমিয়া মোল্লা, প্রকল্পের ঠিকাদার মোস্তাফিজুর রহমান, এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক সুনীল চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে চারজন শিক্ষক-শিক্ষিকা দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ে মোট ১৪৩ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা। বিশেষ করে দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষার্থীরা এখন নিরাপদ ও আধুনিক ভবনে পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে।
এলাকাবাসী জানান, “নতুন ভবনটি আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। এখন থেকে শিশুদের জন্য আরও সুন্দর পরিবেশে পাঠদান সম্ভব হবে।”